HS Pass Jobs : কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল জুট বোর্ডে কলকাতা জনে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 15,000/- টাকা
WB Govt Jobs: কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইল দপ্তরের অধীন ন্যাশনাল জুট বোর্ডে উচ্চ মাধ্যমিক পাশের সাপোর্ট স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো সহ বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
Central Govt Jobs 2024
পদের নামঃ Support Staff
মোট শূন্যপদঃ 1 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস সহ ITI কোর্স করা থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 15,000/- টাকা।
নিয়োগ স্থানঃ কলকাতা, পশ্চিমবঙ্গ।
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। NJB , Kolkata জোনের-এর অফিসিয়াল (amritmaymaity37@gmail.com, soumickdesignernjbjdrc@gmail.com, ad.mkt@njindia.in) ইমেইল আইডির মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে সরাসরি সিভি ইমেইলে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 28 অক্টোবর, 2024
নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notice: Download Now
Apply Now: Click Here