সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 20 হাজার টাকা

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামঃ Faculty, Office Assistant, Attender, Watchman cum Gardener

মোট শূন্যপদঃ 5 টি।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 22 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে 31/12/2024 তারিখ অনুযায়ী।

বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 6,000/- টাকা থেকে 20,000/- টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ 

Faculty- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MSW, গ্রামীন উন্নয়নে, সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাবেন। 

Office Assistant- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান BSW, BA, B.com করা করা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও স্থানীয় ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা রাখতে হবে। 

Attender- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ স্থানীয় ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকলে আবেদন জানাতে পারবেন। 

Watchman cum Gardener- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে সপ্তম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যে মিশন বাৎসল্য প্রকল্পে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে সেটিকে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস একজোট করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ to Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office-Akola, “Mangesh” Mangal Karyalay, Adarsh Colony, Akola 444004.

আবেদনের শেষ তারিখঃ 24 জানুয়ারি, 2025

Official Notice: Download Now

Official Website: Click Here

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url