ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড 2236 শূন্যপদে নিয়োগ, দেখে নিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি

ONGC Recruitment 2024

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতের ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে তাদের সংস্থায় বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে একাধিক শূন্যপদে নিয়োগ করতে চায়। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামঃ Apprentice
মোট শূন্যপদঃ 2236 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ওএনজিসির বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদ গুলোতে আবেদনের জন্য প্রার্থীদের 10th, 12th, ITI, Diploma, B.Sc, B.E, B.Tech, B.B.A পাশ করা থাকতে হবে।
বয়সসীমাঃ 25 অক্টোবর, 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শূন্যপদের বিন্যাসঃ

Sector NameTotal
Northern Sector161
Mumbai Sector310
Western Sector547
Eastern Sector583
Southern Sector335
Central Sector249
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 25 অক্টোবর, 2024

🔥🚀 আরও আপডেট সবার প্রথমে পেতে জুড়ে থাকুন আমাদের সাথে WhatsAppTelegram চ্যানেলে 👇👇

Official Notice: Click Here
Apply Now:
Link 1 | Link 2
Official Website:
Click Here
Next Post
No Comment
Add Comment
comment url