পশ্চিম মেদিনীপুরে একটি বাংলা মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ
Paschim Medinipur School Teacher Recruitment: রাজ্যের একটি বাংলা মিডিয়াম স্কুলের একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Residential Teacher Recruitment (TGT/ PGT)
Recruitment Broad: The Institute of Academic Excellence (Bengali Medium)
Post Name: Residential Teacher (TGT/ PGT)
No. of Vacancy: Not Mentioned
Job Type: Private
Apply From: Any District in West Bengal
Job Location: Paschim Medinipur
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলঃ Bengali, English, Life Science, Chemistry, Physics, Mathematics, History, Geography
WB Residential Teacher Required Eligibility Criteria
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট সাবজেক্টে 50% নাম্বার নিয়ে মাস্টার্স ডিগ্রী সহ B.ed করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সসীমা নিয়ে কোন তথ্য নেই। তাই আবেদনের পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন।
বেতন কাঠামোঃ প্রতিষ্ঠান নির্বাচিত প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন প্রদান করবে।
চাকরির খবরঃ এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়াতে নিয়োগ
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের আলাদাভাবে কোনরূপ আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন প্রার্থীদের বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কসিট, বয়সের প্রমাণপত্র সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে ইচ্ছুক প্রার্থীদের উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ তারিখঃ 10 নভেম্বর, 2024 (10:30 AM)
ইন্টারভিউ স্থানঃ The Institute of Academic Excellence (school), Narayangarh, Chaturivara
Official Notice: Download Now