WB Teacher Recruitment: রাজ্যের স্কুল হোস্টেলে শিক্ষক নিয়োগ, আবেদন চলবে 22 নভেম্বর, 2024

WB Assistant Teacher Recruitment: রাজ্যের স্কুলে এসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামঃ Assistant Teacher (All Subjects) & Hostel Superintendent 
মোট শূন্যপদঃ 51 টি।
যেসমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবেঃ Bengali, English, Maths, History, Life Science, Physical Sciences, Geography, Biology, Chemistry 
বয়সসীমাঃ‌Vidyasagar Vidyapatih অফিসিয়াল বিজ্ঞপ্তিতে Assistant Teacher (All Subjects) & Hostel Superintendent পদে জন্য প্রার্থীদের কোন বয়সসীমার উল্লেখ নেই। আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন। 

শিক্ষাগত যোগ্যতাঃ 

Assistant Teacher - যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে Graduation সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

Hostel Superintendent- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় Graduation/ Post Graduation সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।


আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের বিদ্যাসাগর বিদ্যাপীঠের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র থেকে দেওয়া QR code স্ক্যান করে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্র সাবমিট করতে হবে। 

আবেদনের শেষ তারিখঃ 22 নভেম্বর, 2024

ইন্টারভিউ তারিখঃ 24 নভেম্বর, 2024

Official Notice: Download Now 
Official Website: Click Here 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url