রাজ্যে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিয়োগ, প্রতিমাসে বেতন 15,000/- টাকা
WB Asha Block Program co-ordinator Recruitment: রাজো আশা ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতার সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
WB Block Program co-ordinator Recruitment
পদের নামঃ Asha Block Program co-ordinator
মোট শূন্যপদঃ 1 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Social Science/ Sociology/ Social Anthropology/ Social Work (MSW)/ Business Administration (MBA)/ Economics/ Rural Development/ Mass Communication -এ মাস্টার ডিগ্রী করা থাকতে হবে। অথবা যেকোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি সহ যেকোন হেল্প প্রজেক্টে দু বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও ট্রাভেলিং করার দক্ষতা রাখতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 15,000/- টাকা।
চাকরির খবরঃ ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্রকে A4 সাইজের প্রিন্ট আউট করে পূরণ করতে হবে। পূরণ করার পরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস একজোট করে একটি মুখ বন্ধ খামে ভরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 3 ডিসেম্বর, 2024
নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notice: Download Now
Apply Now: Click Here