রাজ্যের স্কুল হোস্টেলে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করতে পারবেন।
পূর্ব মেদিনীপুরের পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয় হোস্টেলে সুপারিডেন্ট, কুক ও হেল্পার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লেখিত পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, বয়স, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
WB Govt School Hostel Recruitment
পদের নামঃ Superintendant, Cook, Helper
মোট শূন্যপদঃ 3 টি। (Superintendant-1, Cook-1, Helper-1)
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অর্থাৎ SC, ST প্রার্থীরা 5 বছর ও OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী।
Eligibility Criteria
Qualification: Superintendant পদে আবেদনের জন্য আবেদনকারীকে গ্র্যাজুয়েট পাশ সহ 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। এবং Cook ও Helper পদে আবেদনের জন্য আবেদনকারীদের এইট পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। সমস্ত পদ গুলোর ক্ষেত্রে শুধুমাত্র Female প্রার্থীরাইআবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ WBPSC -তে Surveyor পদে কর্মী নিয়োগ
Salary
Superintendant: নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 10,000/- টাকা।
Cook: নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 7,000/- টাকা।
Helper: নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 5,000/- টাকা।
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে সেটিকে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে একটি মুখ বন্ধ থামে ভরে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামের ওপরে বড় হাতে লিখতে হবে। Application For Post __________(যে পদে আবেদন করছেন তার নাম)।
আবেদনের শেষ তারিখঃ 5 জানুয়ারি, 2025
Official Notice: Download Now
Official Website: Click Here