কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ। প্রতিমাসে বেতন 56,000/- টাকা
রাজ্যের কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নম্বরঃ 01-HCOS/IO(COURT)/2024
পদের নামঃ Interpreting Office
মোট শূন্যপদঃ 8 টি।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি, 2025 তারিখ অনুযায়ী।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের পে লেভেলে অনুযায়ী প্রতিমাসে বেতন 56,100/- টাকা থেকে 1,44,300/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দি, বাংলা, উর্দু, নেপালি, ওলচিকি/ সাঁওতালি ভাষার মধ্যে যেকোনো একটি ভাষায় স্নাতক ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যের ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে ভালোভাবে পূরণ করতে হবে। পরে সেটিকে পূরণ করে প্রয়োজনের সমস্ত ডকুমেন্ট একজন করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
1. শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
2. বয়সসীমার প্রমাণপত্র।
3. আবেদন মূল্য দেওয়ার ব্যাংক চালান।
4. আধার কার্ড ও ভোটার কার্ড।
5. স্থায়ী বসবাসের প্রমাণপত্র।
6. সাম্প্রতিক পাসপোর্ট ছবি।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Office of the Registrar, Original Side, 1st floor, Main Building, High Court at Calcutta, Kolkata - 700001
আবেদনের শেষ তারিখঃ 15 জানুয়ারী, 2025
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here