রাজ্যের সমবায় ব্যাংকে গ্রুপ- ডি কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 18,600/- টাকা

চাকরির প্রার্থীদের জন্য দারুন একটি খবর। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীর আবেদন করতে পারবে। প্রার্থীদের 21 জানুয়ারি, 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত, যোগ্যতা, বেতন কাঠামো সহ বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

WB Co-operative Bank Recruitment 2025

পদের নামঃ সাব স্টাফ 

মোট শূন্যপদঃ 41 টি।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 18,600/- টাকা থেকে 38,600/- টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।


আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর সময় প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট একজন করে একজন মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Chief Executive Officer, Tamluk Ghatal Central Co-operative Bank Ltd, P.O & P.S: Tamluk, Dist- Purba Medinipur, West Bengal, 721636

আবেদন ফিঃ আবেদন ফি বাবদ Unreserved Category প্রার্থীদের ক্ষেত্রে 250/- টাকা এবং SC, ST, OBC, Women প্রার্থীদের ক্ষেত্রে 150/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ 21 জানুয়ারি, 2025

প্রয়োজনীয় ডকুমেন্টঃ

1. স্থায়ী বসবাসের প্রমাণপত্র। 
2. বয়সের প্রমাণপত্র। 
3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। 
4. পাসপোর্ট সাইজ ছবি। 
5. আবেদন ফি রশিদ।

Official Notice: Download Now 
Official Website: Click Here 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url