Kolkata Airport Jobs 2024: কলকাতা এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 18,840/- টাকা
Air India Air Transport Services Limited Recruitment 2024: কলকাতা এয়ারপোর্টে ইউটিলিটি এজেন্ট হান্ডিম্যান পদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কলকাতায় এয়ারপোর্টে ইউটিলিটি এজেন্ট ও হান্ডিম্যান আবেদনের জন্য আবেদনকারীর আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামোর সহ বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
AIATSL Recruitment 2024
পদের নামঃ Utility Agent and Ramp Driver- 30, Handyman (Male)- 112
মোট শূন্যপদঃ 142 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 24,960/- টাকা থেকে 22,530/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে নার্সিং চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 31 অক্টোবর, 2024
Official Notice: Download Now
Apply Now: Click Here