WB Nursing Job 2024: রাজ্যে নার্সিং চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতিমাসে বেতন 11,916/- টাকা

WB Nurse Recruitment: রানাঘাট লিওন ট্রাস্টের তরফে নার্সিং চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

West Bengal Nursing Recruitment 2024

পদের নামঃ Nurse (Female)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ Nursing/ GNM কোর্স করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 23 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 11,916/- টাকা।


আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের আগে থেকে কোনরূপ আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। এর জন্য ইচ্ছুক প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন- CV, Educational Certificate, Nursing Certificate, Experience Certificate, Aadhaar Card, Age Proof, Passport size Photograph নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থানঃ Ranaghat Lions SAA, 5 D.C. street, Ranaghat, Nadia, Pin - 741201

ইন্টারভিউ তারিখঃ 7 নভেম্বর, 2024

Official Notice: Download Now
Official Website: Click Here 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url