BCKV Recruitment: রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে পিওন নিয়োগ, প্রতিমাসে বেতন 29,034/- টাকা

 

BCKV Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (BCKV) তারা সম্প্রতি একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যে তাদের প্রতিষ্ঠানে পিয়ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।

BCKV Peon Recruitment 2024

Recruitment Broad: Bidhan Chandra Krishi Vishwavidyalaya (BCKV)
Name of Post: Peon
No. of Vacancy: 1
Apply From: Any District in West Bengal 
Apply Now: Ofline 
Official Website: bckv.edu.in 

BCKV Recruitment Required Eligibility Criteria 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 29,034/- টাকা। 

How to Apply 

আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইন বা অফলাইন কোন প্রকারের আগে থেকে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে সেটিকে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস একজোট করে একটি মুখ বন্ধ করে ভরে ইন্টারভিউর দিন ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ স্থানঃ DEE Building, Ground Floor 

ইন্টারভিউ তারিখঃ 13 নভেম্বর, 2024 (সকাল 11 টা)

Official Notice: Download Now 
Official Website: Click Here
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url