BIG Breaking: কালীপূজোর মুখেই ঢুকবে 12-18,000/- টাকা, কীভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত
বেঙ্গল ট্রেন্ড ডেস্কঃ প্রিয় ছাত্র-ছাত্রী তোমাদের জন্য দারুন সু-খবর। কালী পূজার মুখে তোমাদের জন্য দুর্দান্ত একটা খবর উৎসবের আনন্দের পাশাপাশি তোমাদের আনন্দকে আরও দ্বিগুন করে তুলবে 12,000/- টাকা থেকে 18,000/- টাকা। অ্যাকাউন্টে পাবে তোমরা, কেউ পাবে 12,000/- টাকা এবং কেউ পাবে 18,000/- টাকা। রাজ্যের দুঃস্থ এবং মেধাবী পড়ুয়াদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশকিছু বছর হল চালু করেছে স্বামী বিবেকানন্দ Merit-cum-Means স্কলারশিপ (Scholarship)। এই স্কলারশিপের আওতায় রাজ্যের পড়ুয়াদের আর্থিকভাবে সাহায্য করবে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর পড়ুয়াদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে। তবে এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে পূরণ করতে হয় বেশ কিছু শর্ত।
কারা কত টাকা পাবেন:
SVMCM স্কলারশিপের (Scholarship) আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বার্ষিক 12,000/- টাকা, কলেজে কলা বিভাগের পড়ুয়ারা 12,000/- টাকা, বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা 18,000/- টাকা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা পলিটেকনিক শাখার পড়ুয়ারা 18,000/- টাকা বিত্তি পাবে।
SVMCM Scholarship Eligibility Criteria
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর পূর্ব পরীক্ষায় নূন্যতম 60% নম্বর থাকতে হবে।
- পরিবারের বার্ষিক আয় হতে হবে 2 লক্ষ্য 50 হাজার টাকার মধ্যে। এর বেশি আয় হলে আবেদন করতে পারবে না প্রার্থীরা।
স্বামী বিবেকানন্দ Merit-cum-Means স্কলারশিপের (Scholarship) টাকা পাবে পড়ুয়ারা পুজোর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, লক্ষ্মীপুজোর পর থেকেই এই স্কলারশিপে (Scholarship) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে। আবেদনের জন্য রাজ্য সরকারের SVMCM Scholarship -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড, সক্রিয় ব্যাংক একাউন্ট, ইনকাম সার্টিফিকেট সহ পূর্বে পরীক্ষার রেজাল্ট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।