DVC Recruitment: দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগ, প্রতিমাসে বেতন 83,500/- টাকা
রাজ্যের দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) 14 টি শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
DVC GDMO Recruitment
Recruitment Broad: Damodar Velley Corporation
Post Name: General Duty Medical Officer
No. of Vacancy: 14
Job Type: Central Govt
Job Location: DVC
Apply From: Any District in West Bengal
Apply Mode: Walk-in Interview
Official Website: dvc.gov.in
DVC Required Eligibility Criteria
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনে যোগ্য প্রার্থীদের ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল অনুমোদিত যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS Degree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ দামোদর ভ্যাবি কর্পোরেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত কোনো তথ্যই উল্লেখ নেই। আবেদনের পূর্বে অবশ্যই আবেদনপত্র যাচাই করে আবেদন করবেন।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 83,500/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে এইট পাশে পিওন নিয়োগ
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের কোন প্রকারের অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। পরে সেটিকে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ দিন ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থানঃ 12th floor, Dr. Meghnad Saha
Auditorium DVC Towers, VIP Road,
Ultadanga, Kolkata-700054, W.B
(Nearest Railway Station- Bidhan
Nagar Railway Station)
ইন্টারভিউ তারিখঃ 21 নভেম্বর, 2024
Official Notice: Download Now
Official Website: Click Here