KVK Recruitment: কৃষি বিকাশ কেন্দ্রে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 56,100/- টাকা

Krishi Vikash Kendra Recruitment: কৃষি বিকাশ কেন্দ্রে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো সহ বিস্তারিত নিচে আলোচনা করা হলো। 

KVK Recruitment 2024

পদের নামঃ Veterinary Doctor 

মোট শূন্যপদঃ 2 টি।

শিক্ষাগত যোগ্যতাঃ Veterinary Council অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Veterinary Science -এ ব্যাচেলার ডিগ্রী করে থাকলে আবেদন করতে পারবেন। 

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 1 জানুয়ারি, 2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 64 বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 56,100/- টাকা 

চাকরির খবরঃ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ 

আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের আগে থেকে কোনরূপ আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একজোট করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থানঃ RAKVK, Nimpith, South 24 Parganas, West Bengal 

ইন্টারভিউ তারিখঃ 29 অক্টোবর, 2024

Official Notice: Download Now 

Official Website: Click Here

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url