PM Internship 2024: প্রতিমাসে ভাতা 5000/-টাকা, কেন্দ্রীয় সরকারের এই স্কিমে কিভাবে আবেদন করবেন দেখুন
PM Internship Scheme 2024
রাজ্যের লক্ষ্য যুব সমাজের বেকারত্ব ঘুচানোর জন্য কর্মসংস্থান। সেই লক্ষ্যেই কেন্দ্র সরকারের PM Internship Scheme - এর মাধ্যমে বেকার চাকরিপ্রার্থীদের কাছে আশার আলোর মতো। দেশের যুবসমাজ যাতে হাতে-নাতে কাজ শিখে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পান, সেই জন্যই কেন্দ্রের এই স্কিম। কেন্দ্র সরকারের নতুন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন PM Internship Scheme প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। ঘোষণা অনুযায়ী ৩ অক্টোবর, ২০২৪ এই প্রকল্পের শুভারম্ভ হয়েছে।
PM Internship Scheme Apply 2024
PM Internship Scheme: প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের বড় বড় সংস্থা যেমন ITC, Reliance, TCS, Infosys, Wipro, Mahindra, Maruti Suzuki, Hindustan Unilever, ICICI, HDFC সহ মোট ৫০০ টি কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ৷ এক বছরের এই স্কিমে দেশের বিভিন্ন সংস্থায় কাজ শেখার সুযোগ পাবেন যুবক-যুবতীরা। গত ৩ অক্টোবর এই স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই ২০২৪ সালের জন্য আবেদন গ্রহণ শুরু হয় গত ১২ অক্টোবর। দেশজুড়ে চাকরি প্রার্থীরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ইন্টার্ন হিসেবে এইসব সংস্থায় কাজে নিযুক্ত হতে পারবেন। পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন।
Qualification in PM Internship 2024
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যুবক যুবক-যুবতীরা এই স্কিমে আবেদন করতে পাবেন। এছাড়াও
ইন্টার্ন হিসাবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট রাখা হয়নি। বিভিন্ন সংস্থায় কাজের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন থাকবে। যেমন- মাধ্যমিক উচ্চমাধ্যমিক, BA, B.Sc., B.Com, BCA, ITI কোর্স করছেন তাঁরা ও আবেদন করতে পারেন।
চাকরির খবরঃ কৃষি বিকাশ কেন্দ্রে কর্মী নিয়োগ
Age Limit
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ২৪ বছরের মধ্যে।
PM Internship Monthly Stipend
মাসিক স্টাইপেন্ডঃ ইন্টার্ন হিসেবে কাজে নির্বাচিত হওয়ার পর কাজ শেখার পাশাপাশি ইন্টার্নরা প্রতিমাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। প্রশিক্ষণের সময়সীমা ১২ মাস জুড়েই এই স্টাইপেন্ড পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ৫০০০ টাকার মধ্যে ৫০০ টাকা কোম্পানির তরফ থেকে প্রদান করবে। এছাড়া এককালীন ৬ হাজার টাকা দেওয়া হবে ইন্টার্নদের।
How to Apply PM Internship 2024
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। PM Internship Scheme -এর অফিসিয়াল pminternship.mca.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি পেজ খুলবে। সেখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার, সহ আপনি কোথায়, কোন সেক্টরে এবং কী কাজ করতে চান, তা বেছে নিতে পারেন। পরবর্তীতে সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
Apply Now: Click Here
Official Website: Click Here