কয়লা উৎপাদন বিভাগে 316 শূন্যপদে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন করতে পারবেন 28 অক্টোবর পর্যন্ত

ওয়েস্টার্ন কোল্ড-ফিল্ডের তরফে গ্রাজুয়েট এন্ড টেকনিশিয়ান অ্যাপেন্টিস পদে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Western Coalfields Recruitment 2024

পদের নামঃ Graduate & Technician Apprentice

মোট শূন্যপদঃ 316 টি। (Graduate- 101 & Technician- 215)

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছরের উপরে হতে হবে। বয়স হিসাব করতে হবে 28 অক্টোবর, 2024 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতাঃ Graduate Apprentice পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mining Engineering -এ BE/ B.Tech/ AMIE Degree করা থাকলে আবেদন করতে পারবেন। এবং Technician Apprentice পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mining Engg or Mining & Mine Surveying or Mine Surveying -এ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।


আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে কেন্দ্রীয় সরকারের Apprentice Registration Portal -এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল ঠিকানা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখঃ 28 অক্টোবর, 2024

Official Notice: Click Here 
Apply Now: Click Here 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url