রাজ্যের ভূমি দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, প্রতিমাসে বেতন 11,000/- টাকা
WB Data Entry Oparetor Recruitment: রাজ্যের ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতির শিক্ষাগত যোগ্যতার সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
WB BLRO Office Recruitment 2024
Recruitment Broad: Birbhum BLRO Office
Name of Post: Data Entry Oparetor
No. of Vacancy: 40
Job Type: WB Govt
Apply Form: Birbhum District
Application Mode: Online
Official Website: www.birbhum.gov.in
Data Entry Jobs
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট পাশ সহ কম্পিউটার এপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 11 হাজার টাকা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 21 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগ
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 30 নভেম্বর, 2024
নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্রাকটিকাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notice: Download Now
Apply Now: Click Here