কলকাতা দূরদর্শন কেন্দ্রে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

Kolkata Doordarshan Kendra Vacancy: কলকাতা দূরদর্শন কেন্দ্রে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Kolkata Doordarshan Kendra Recruitment 

নিয়োগকারী সংস্থাঃ কলকাতা দূরদর্শন কেন্দ্র 
পদের নামঃ বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসের ও সোশ্যাল মিডিয়া এসিস্ট্যান্ট 
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ 

Beautician/ Hair Dresser: পদের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mekup/ Beautician কোর্সে Degree/ Diploma/ Certificate করা থাকতে হবে।

Social Media Assistant: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ Digital Marketing কোর্সে Degree/ Diploma/ Certificate করা থাকতে হবে।

বেতন কাঠামোঃ 

Beautician/ Hair Dresser: নির্বাচিত প্রার্থীদের প্রতি অ্যাসাইনমেন্টে 3000/- টাকা দেয়া হবে। (Maximum 7 Assignment Per Month)

Social Media Assistant: নির্বাচিত প্রার্থীদের প্রতি অ্যাসাইনমেন্টে 2000/- টাকা দেয়া হবে। (Maximum 7 Assignment Per Month)


আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে Annexure -A Form ডাউনলোড করতে হবে। পরে সেটিকে A4 size পেপারে প্রিন্ট আউট করে ফিলাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট একজো করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। অথবা অল্টারনেটিভ ভাবে ইমেইলের (hiring.ddbangla@gmail.com) -এর মাধ্যমে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Head of Programme, Doordarshan Kendra Kolkata, 18/3, Uday Sankar Sarani, Golf Green Kolkata -700095

আবেদনের শেষ তারিখঃ 29 নভেম্বর, 2024

Official Notice: Download Now
Official Website: Click Here
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url