রাজ্যে এইট পাশে পিয়ন নাইট গার্ড সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 15,000/- টাকা
WB Group D Recruitment: রাজ্যে এইট পাশে পিওন, নাইট গার্ড, কর্মবন্ধু সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নামঃ Superintendent, Caretaker, Cook, Helper, Night Guard, Karmabandhu
মোট শূন্যপদঃ 6 টি।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে 5000/- টাকা থেকে 15,000/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ
Superintendent:- Graduate
Caretaker:- Madhyamik
Cook, Helper, Night Guard, Karmabandhu:- Class VIII Passed
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 12 ডিসেম্বর, 2024
Official Notice: Download Now
Official Website: Click Here