Amazon Work Form Home Jobs : উচ্চমাধ্যমিক পাশে বাড়িতে বসে অ্যামাজনে চাকরি! ফ্রি ল্যাপটপ দেবে কোম্পানি
Amazon Work Form Home 2024 India: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। উচ্চমাধ্যমিক পাশে অ্যামাজন কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, বয়সসীমা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। নির্বাচিত প্রার্থীদের ফ্রিতে ল্যাপটপ ও ওয়াই-ফাই প্রোভাইড করবে কোম্পানি। Amazon Work Form Home Jobs for 12th Pass
Amazon Work Form Home For Fresher
Organization Name: Amazon
Duty Hours: 8 hours (Week 5 Day)
Joining Time: 3 Month
Apply From: Any District in West Bengal
Apply Mode: Online
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছর থেকে 50 বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 25,000/- টাকা থেকে 33,000/- টাকা।
কি কি সুযোগ-সুবিধা পাবেন ?
- ল্যাপটপ দেবে কোম্পানি।
- ওয়াইফাই খরচ।
- ওভার টাইম। (150/- Hrs)
- টিফিন খরচ।
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অ্যামাজনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, ঠিকানা, বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ আবেদনের শেষ তারিখ উল্লেখ নেই। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের তাড়াতাড়ি আবেদন করে নিতে হবে।
Apply Now: Click Here