WB PTTI Teacher Recruitment: রাজ্যে PTTI শিক্ষক নিয়োগ, কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত

WB PTTI Teacher Vacancy: কলকাতায় গেস্ট লেকচারার লাইব্রেরিয়ান পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। 

পদের নামঃ Guest Lecturer (Physical Education, Computer, Music) & Librarian 

মোট শূন্যপদঃ 4 টি।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে ‌। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।


শিক্ষাগত যোগ্যতাঃ 2024 NCTE 'র নিয়ম অনুযায়ী।

বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের 2024 NCTE 'র নিয়ম অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একজোট করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে ‌।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Goverment Sponsored Primary Teachers Training Institute, 98, Beltala Road, Kolkata - 700026

আবেদনের শেষ তারিখঃ 21 নভেম্বর, 2024

Official Notice: Download Now
Official Website: Click Here
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url